Education

প্রকাশিত হলো UPSC পরীক্ষার সময়সূচি। বিস্তারিত জেনে নিন

শুধু ভারতেরই নয়, সমগ্র পৃথিবীতে সংঘঠিত সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষা। দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদগুলিতে উন্নীত হতে গেলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ফলতই ভারতের বহু ছেলে-মেয়ে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন বুকে বাঁধে। ভারতীয় চাকরিপ্রার্থীদের কাছে একটি অত্যন্ত আকাঙ্খিত পরীক্ষা হলো ইউপিএসসি। আর এই পরীক্ষার রুটিন, সময়সূচি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্যে মুখিয়ে থাকে সকলেই।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে এবছরের ইউপিএসসি পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদগুলির জন্যে এই পরীক্ষাটি দেন। চলুন পরীক্ষার ধরণ, পরীক্ষার সময়সূচি, আবেদনের সময়সীমা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিই।

UPSC পরীক্ষার সময়সূচি:-

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করেছে যে আগামী ২৬শে মে, ২০২৪ তারিখে এবছরের ইউপিএসসি পরীক্ষার প্রিলিমিনারী পরীক্ষাটি সংঘঠিত হবে। আগামী ১৪ই ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অফিসিয়াল নোটিফিকেশন বেরোবার কথা রয়েছে।

UPSC Exam 2024

UPSC পরীক্ষার ধরণ:-

ইউপিএসসি পরীক্ষাটি তিনটি ধাপে হয়। এই তিনটি ধাপ হলো প্রিলিমিনারী, মেইনস এবং ইন্টারভিউ। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই পরীক্ষার্থী মেইনস পরীক্ষায় বসতে পারবে এবং ইন্টারভিউ পর্যায় পর্যন্ত পৌঁছোতে গেলে মেইনস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলেই চাকরি।

প্রিলিমিনারী পরীক্ষাটি হয় ২০০ নম্বরের। মোট ১০০ টি MCQ প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান থাকে ২। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে। একেকটি ভুল উত্তরের জন্যে ১/৩ নম্বর করে মাইনাস হবে। অর্থাৎ ৩ টি ভুল উত্তরের জন্যে ১ নম্বর মাইনাস হবে। মেইনস পরীক্ষাটি হয় ৯ টি পেপারের ওপর। প্রতিটি পেপারে ব্যাখ্যামূলক এবং সৃজনশীল প্রশ্ন থাকে।

আরও পড়ুন:- মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন?

ইউপিএসসি পরীক্ষায় বসার জন্যে যে যে যোগ্যতা প্রয়োজন:-

(ক) বয়সসীমা:- চাকরিপ্রার্থী আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১লা আগস্ট, ২০২৪ এর পরিপ্রেক্ষিতে। অর্থাৎ ১লা আগস্ট, ২০২৪ এর পরিপ্রেক্ষিতে ২১ বছরের কম অথবা ৩২ বছরের বেশি বয়স হলে আবেদন করা যাবেনা। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। OBC প্রার্থীরা ৩ বছরের এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।

(খ) শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। অর্থাৎ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ হলেই প্রার্থী আবেদনযোগ্য।

Union Public Service Commission

UPSC পরীক্ষার আবেদন প্রক্রিয়া:-

আবেদন করতে গেলে প্রার্থীকে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://upsc.gov.in/ অথবা https://upsconline.nic.in/ -এ গিয়ে আবেদন করতে হবে।

UPSC পরীক্ষার আবেদন ফি:-

আবেদন করার জন্যে অসংরক্ষিত পরীক্ষার্থীদের জন্যে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। তবে সমস্ত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং SC/ST/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগবে না।

UPSCUnion Public Service Commission
প্রিলিমিনারী পরীক্ষা২৬শে মে, ২০২৪
অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ১৪ই ফেব্রুয়ারি, ২০২৪
শিক্ষাগত যোগ্যতাস্নাতক পাশ
অফিসিয়াল ওয়েবসাইট ১https://upsc.gov.in/
অফিসিয়াল ওয়েবসাইট ২https://upsconline.nic.in/

প্রার্থীরা সর্বোচ্চ যতোবার ইউপিএসসি পরীক্ষায় বসতে পারবে:-

অসংরক্ষিত পরীক্ষার্থীরা সর্বোচ্চ ৬ বার ইউপিএসসি পরীক্ষায় বসতে পারবে। সংরক্ষিত পরীক্ষার্থীরা অর্থাৎ OBC/SC/ST পরীক্ষার্থীরা সর্বোচ্চ ৯ বার ইউপিএসসি পরীক্ষায় বসতে পারবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group