এই স্কলারশিপে আবেদন করলে পাওয়া যাবে ৩৮ হাজার ৪০০ টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন।

সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফে দরিদ্র, অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ নামে এক বিশেষ স্কলারশিপ কার্যকর করা হয়েছে। মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হওয়ার পর অর্থাৎ একাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থী থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট স্তরে পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন। আজকের এই পোস্টটি পড়লেই আপনারা সীতারাম জিন্দাল স্কলারশিপ -এর আওতায় আবেদনের জন্য আবশ্যক যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি, অনুদানের পরিমাণ সহ আবেদনের সময়সীমা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জানতে পারবেন।

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা:
১. সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুসারে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্নাতক স্তরে ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রী এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং -এর মত কোর্সগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র বা ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম হতে হবে।
৩. ১ বছরের কম সময়সীমা সম্পন্ন যেকোনো কোর্সের আওতায় পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন না।
৪. ৩০ বছরের তুলনায় কমবয়সী ছাত্র-ছাত্রীরাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বিগত পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর এবং ছাত্ররা ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে, ITI -এর অধীনে পাঠরত ছাত্ররা বিগত পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেলে এবং ছাত্রীরা ৩৫ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন: গাড়ির চালান কাটার পর সময়মতো জরিমানা জমা না করলে কি হবে, জেনে নিন।

যে সমস্ত ছাত্র বর্তমানে B.A, B.Com, B.Sc, BFA, BCA, BBA, BBM, -এর মত স্নাতকস্তরের কোর্সগুলির আওতায় পাঠরত তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেলেই সীতারাম জিন্দাল স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। যদিও উপরোক্ত কোর্সগুলির অধীনে পাঠরত ছাত্রীরা ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।

এই পাশাপাশি আরো জানানো হয়েছে, যে সমস্ত ছাত্র M.A, M.Phil, M.Com, M.Lib এর মতো স্নাতকোত্তর স্তরের কোর্সগুলির আওতার পড়াশোনা করছেন এবং স্নাতক স্তরের পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেয়েছে তারাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। অন্যদিকে উপরোক্ত কোর্সগুলির আওতাধীন ছাত্রীরা স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেলেই স্কলারশিপের অধীনে অনুদানের জন্য আবেদন জানাতে পারবেন।

মেডিসিন, ইঞ্জিনিয়ারিং -এর মত প্রফেশনাল কোর্সের আওতাধীন ছাত্ররা বিগত পরীক্ষায় নূন্যতম ৬৫ শতাংশ নম্বর পেলেই সীতারাম জিন্দাল স্কলারশিপের অধীনে অনুদানের জন্য আবেদন জানাতে পারবেন। অন্যদিকে উপরোক্ত কোর্সগুলির অধীনে পাঠরত ছাত্রীরা বিগত পরীক্ষায় নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও নানাবিধ ডিপ্লোমা কোর্সের আওতাধীন ছাত্ররা বিগত পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর এবং ছাত্রীরা নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেলেই সীতারাম জিন্দাল স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।

অনুদানের পরিমাণ: ছাত্র-ছাত্রীরা যে কোর্সের আওতায় পাঠরত তার প্রকৃতি এবং কোর্সের সময়সীমার উপর নির্ভর করে এই স্কলারশিপের অনুদান প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রীরা প্রত্যেক মাসে ৭০০ টাকা করে অর্থাৎ বছরে ৮,৪০০ টাকা এবং ছাত্ররা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে অর্থাৎ বছরে ৬,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। অন্যদিকে বিভিন্ন সরকারি ITI -এর আওতাধীন শিক্ষার্থীরা প্রত্যেক মাসে ৫০০ টাকা অর্থাৎ প্রতিবছরে ৬,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। যদিও প্রাইভেট ITI -এর আওতাধীন শিক্ষার্থীরা প্রতিমাসে ৭০০ টাকা অর্থাৎ প্রত্যেক বছরে ৮,৪০০ টাকার অনুদান পেয়ে থাকেন।

স্নাতক স্তরে জেনারেল কোর্সের আওতায় পাঠরত ছাত্রীদের প্রতিমাসে ১৪০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক বছরে ১৬,৮০০ টাকার অনুদান দেওয়া হয়। যদিও ছাত্রদের প্রত্যেক মাসে ১১০০ টাকা করে অর্থাৎ প্রতিবছরে ১৩,২০০ টাকার অনুদান দেওয়া হয়। এক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ১৪০০ টাকার অর্থাৎ প্রত্যেক বছরে ১৬,৮০০ টাকার অনুদান দেওয়া হয়। অন্যদিকে, প্রাক্তন সেনা কর্মীর বিধবা স্ত্রীরা এই স্কলারশিপের অধীনে প্রতি মাসে ১৫০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক বছরে ১৮,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।

ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন কোর্সের আওতাধীন ছাত্রীরা প্রত্যেক মাসে ২৩০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক বছরে ২৭,৬০০ টাকার অনুদান এবং ছাত্ররা প্রত্যেক মাসে ২,০০০ টাকা অর্থাৎ প্রত্যেক বছরে ২৪,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। অন্যদিকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্সের আওতাধীন ছাত্রদের এই স্কলারশিপের আওতায় প্রত্যেক মাসে ২,৫০০ টাকা অর্থাৎ প্রতিবছরে ৩০,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। যদিও উপরোক্ত কোর্সের আওতাধীন ছাত্রীদের প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক বছরে ৩৬,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।

গ্রাজুয়েট মেডিসিন কোর্সের অধিনস্ত ছাত্ররা সীতারাম জিন্দাল স্কলারশিপের আওতায় প্রতি মাসে ২৮০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক বছরে ৩৩,৬০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন। অন্যদিকে, উপরোক্ত কোর্সের আওতায় থাকা ছাত্রীরা প্রত্যেক মাসে ৩২০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক বছরে ৩৮,৪০০ টাকার অনুদান পেয়ে থাকেন। ডিপ্লোমা কোর্সের আওতাভুক্ত ছাত্রীরা প্রতিমাসে ১২০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক বছরে ১৪,৪০০ টাকা এবং ডিপ্লোমা কোর্সের অধীনে পাঠরত ছাত্ররা প্রতিমাসে ১,০০০ টাকা করে অর্থাৎ প্রতিবছরে ১২,০০০ টাকা অনুদানরূপে পেয়ে থাকেন।

এই স্কলারশিপের আওতাধীন স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা প্রত্যেক মাসে ১৮০০ টাকা করে অর্থাৎ প্রতি বছরে ২১,৬০০ টাকা এবং ছাত্ররা প্রতি মাসে ১৫০০ টাকা অর্থাৎ প্রতিবছরে ১৮০০০ টাকা অনুদানরূপে পেয়ে থাকেন। এক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে পাঠরত বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীরা এবং প্রাক্তন সেনা কর্মীর বিধবা স্ত্রী প্রত্যেক মাসে ১৮০০ টাকা করে অর্থাৎ প্রতিবছরে ২১,৬০০ টাকা অনুদানরূপে পেয়ে থাকেন।

Sitaram Jindal Scholarship (সীতারাম জিন্দাল স্কলারশিপ)

আবেদনের প্রক্রিয়া: সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.sitaramjindalfoundation.org/ -এর মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমেই উক্ত ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি pdf রূপে ডাউনলোড করে নিতে হবে। এরপর এই ফর্মটিকে প্রিন্ট করে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে ফর্মে উল্লিখিত নথি অ্যাটাচ করে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন -এর ঠিকানায় পাঠালেই উক্ত স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Sitaram Jindal Foundation
Jindal Nagar, Tumkur Road, Bangalore – 560 073
ফোন নম্বর: +91-80-2371-7777 / 78 / 79 / 80

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:
১. বিগত পরীক্ষার মার্কশীট
২. আবেদনকারী ছাত্র ও ছাত্রীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
৩. ভর্তির রশিদ
৪. যে সমস্ত ছাত্র ও ছাত্রী হোস্টেল থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হোস্টেল ওয়ার্ডেনের সার্টিফিকেট

আবেদনের সময়সীমা: সারাবছর ধরে এই স্কলারশিপের আওতায় আবেদন জানানো সম্ভব।

অফিসিয়াল ওয়েবসাইট: Link

আবেদনপত্র: Link